No icon

বোচাগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন

যোদ্ধা ডেস্কঃ ‘‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৮ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় 
বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাাল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জুলেখা খাতুন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ হনুফা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামসুন নাহার প্রমুখ। অনুষ্ঠানে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ ও ইএসডিও প্রেমদীপ প্রকল্প ছাড়াও বিভিন্ন নারী সংগঠন উপস্থিত ছিলেন। 

 

Comment