No icon

বিরলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

যোদ্ধা ডেস্কঃ দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ০১ জন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। রাহবার পরিবহনের একটি কোচ এর সাথে পাগলুর মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
সোমবার সকালে দিনাজপুর -বোচাগঞ্জ- পীরগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তৈয়বপুর (বটতলা) বাজার সংলগ্ন স্থানে রাহবার পরিবহনের ঢাকা থেকে পীরগঞ্জগামী ঢাকা মেট্রো-ব-১৫-২৭-৫৮ নং কোচ এর সাথে বিপরীত দিক থেকে আসা ৩ চাকার ইঞ্জিনচালিত পাগলুর মুখোমুখি সংঘর্ষে মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর (দক্ষিণ) গ্রামের আবুল হোসেন এর ছেলে মোঃ মন্তাজ আলী (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়।
বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্্রাপ্ত অফিসার আজাহারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বিরল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। এ রিপোর্ট লেখাকালীন দূর্ঘটনা কবলিত কোচটি উদ্ধার করে থানায় নেয়ার প্রস্ততি চলছিল। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে তারা দিনাজপুর এমএআর ও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Comment