Joddha | Popular Online Bangla Breaking News Portal
দুলা ভাইয়ের বাড়ীতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশু কন্যার মৃত্যু
Wednesday, 11 Sep 2019 11:24 am
Joddha | Popular Online Bangla Breaking News Portal

Joddha | Popular Online Bangla Breaking News Portal

ফরিদ আহমেদ স্টাফরির্পোটারঃ
দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ পৌরসভার ধনতলা গ্রামে দুলা ভাইয়ের  বাড়ীতে বেড়াতে এসে পুকুরে পড়ে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।  নিহত মোছাঃ নুসরাত (১২) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার  মিত্রবাটি গ্রামের আব্দুর রশিদের মেয়ে।  জানা যায়, নুসরাত দুলা ভাই জীবন চৌধুরীর বাড়ি বেড়াতে যায়। বুধবার দুপুর খেলা করার  সময় পুকুর পড়ে গেলে সাতাঁর জানা না থাকায় সে পানিতে ডুবে যায়। এসময় এলাকাবাসী মেয়েটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করে।  সেতাবগঞ্জ পৌরসভার ধনতলা গ্রামের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।