Joddha | Popular Online Bangla Breaking News Portal
বোচাগঞ্জে প্রতিমা বিষর্জন
Wednesday, 09 Oct 2019 11:16 am
Joddha | Popular Online Bangla Breaking News Portal

Joddha | Popular Online Bangla Breaking News Portal

ফরিদ আহমেদ স্টাফ রির্পোটারঃ
ষষ্ঠি তিথিতে বেলতলায় আনন্দময়ীর নিদ্রা ভঙ্গের বন্ধনায় বাঙ্গালী  সনাতন ধর্মের যে উৎসবের সুচনা হয়েছিল তার সাঙ্গ হল বিজয়া দশমীতে দেবী প্রতিমার বিষর্জনের মধ্যে দিয়ে। দুর্গতীনাসিনী দেবী দুর্গা বাবার বাড়ী ছেড়ে স্বামীর বাড়ী ফিরে গেলেন ১ বছরের জন্য। বাঙ্গালী সনাতন ধর্মের সব চেয়ে বড় ধর্মিয় সারদীয় দূর্গা উৎসবের সমাপনিতে গত ৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ১০ টি পুজা মন্ডপের প্রতিমা বিষর্জন অনুষ্ঠিত হয়েছে। সিদুর ছোয়া, ঢাকঢোল আর নেচে গেয়ে মা দুর্গাকে বিদায় জানান।
এর আগে প্রতিটি পুজা মন্ডপে বিদায় বেলায় মা দুর্গার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করে মায়ের সিথিতে সিদুর লাগিয়ে দেন ভক্তকুল। এরপর প্রতিমা বিষর্জনের লক্ষে ট্রাকে তুলে সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় পুজা মন্ডপ পুকুরে প্রতিমা বিষর্জন দেয়া হয়। এসময় উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি বীর ভদ্র রায়, সাধারণ সম্পাদক বিশ^ নাথ চক্রর্বতীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।