No icon

বোচাগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন

ফরিদ আহমেদ স্টাফ রির্পোটারঃ
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বোচাগঞ্জ এর আয়োজনে আজ ১৫ অক্টোবর মঙ্গবার সকাল ১০ টায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও  বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়।র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে  শেষ হয়। বোচাগঞ্জ উপজেলার কয়েকটি ¯স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শেখানো হয় এবং স্যানিটেশন বিষয় অবহিত করা হয়্।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর  সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যন পুতুল রাণী রায়, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন 

Comment