No icon

বোচাগঞ্জে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় সিএইচডাব্লুদের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদ আহমেদ স্টাফ রির্পোটারঃ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কোইকা ও জিএনবি আয়োজিনে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় সিএইচডাব্লুদের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গত ১৯ নভেম্বর  সকাল ১০টায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে গুড নেইবারস এর স্বাস্থ্য অফিসা ও আবুল ফাত্তাহ এর সঞ্চলনায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায়  সি এইচ ডাবলুদের নিয়ে অর্ধ বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিএইচ ডাবলুদের অর্ধ বার্ষিক সম্মেলেন ও আলোচনা সভা শেয়ে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষার উপর একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। এসময় কোইকা বোচাগঞ্জ ম্যানেজার কর্নেলিউস ডালবত, প্রজেক্ট অফিসার সুবাস কুজুর, এডমিন অফিসার কলিন্স, নাফানগর ইউপি চেয়াম্যান মোঃ শাহ নেয়াজ পারভেজ সাহান উপস্থিত ছিলেন।

 

Comment