No icon

বোচাগঞ্জে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

যোদ্ধা ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলস্ত ট্রেনের ধাক্কায় লিসা মনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল ২৫ নভেম্বর  সোমবার সকাল ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগর এক্সপ্রেস ট্রেনটি সেতাবগঞ্জ রেল স্টেশন পার হয়ে পীরগঞ্জ যাওয়ার পথে ভররা নামক স্থানে আহসান হাবিব লিটনের একমাত্র সন্তান লিসা মনি(৩ বছর) ট্রেনের ধাক্কায় নিহত হয়।
জানা যায়, বাড়ীর পিছনে রেল লাইনের পার্শে লিসা মনি তার চাচাত বোনের সাথে খেলা করছিল এমন সময় চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে লিসা মনি । এলাকাবাসী  ও পরিবারের লোকজন শিশুটি কে বোচাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশু লিসা মনি কে মৃত ঘোষনা করে।
একমাত্র সন্তানের মৃত্যুতে পাগল প্রায় বাবা আহসান হাবিব লিটন ও মা সাবিনা ই্য়াসমিন। উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী ঘটনা নিশ্চিত করে বলেন কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comment