No icon

বোচাগঞ্জে তথ্য অধিকার দিবস পালিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ এই  প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বোচাগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।
সোমবার সকাল সাড়ে ১১ টায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের স্লোগান হচ্ছে “সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে”।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ৩ নম্বর মুশিদহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. জাফরুল্লাহ, ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিসুর রহমান,উপজেলা শিক্ষা  অফিসার আবু সায়েম মো.তহিদুল ইসলাম,উপজেলা পল্লী সমবায় ব্যাংকের ব্যবস্থাক মো. আনোয়ার হোসেন,জাতীয় মহিলা সংস্থা বোচাগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান হনুফা বেগম প্রমুখ। 

Comment