No icon

বোচাগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে যুবক নিহত আহত ১

ফরিদ আহমেদ স্টাফ রির্পোটারঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ১১ হাজার ভোল্টের তার ছিড়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে উপজেলার মুলদুয়ার গ্রামে এক যুবক নিহত ও অপর একজন নারী আহত হয়েছে ।
জানা গেছে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের মুলদুয়ার গ্রামের মদন দেবের বাড়ীর উপর ১১ হাজার ভোল্ট বাহিত বিদ্যুৎ এর তার র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্ছিড়ে পরলে মদন দেবের পুত্র সজীব দেব (১৯) নিহত হয়। উক্ত ঘটনায় পার্শের বাড়ীর ফুনিল চন্দ্র রায়ের কন্যা সাথী রানী রায় (২০)আহত হয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসাধীন আছেন।
গত ৬জুলাই শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ১১ হাজার ভোল্টের তার ছিড়ে মুলদুয়ার গ্রামটির কয়কটি বাড়ী উপর পড়ে। এতে বাড়ীগুলো বিদুৎতায়িত হলে উক্ত হতাহতের ঘটনা ঘটে।

Comment