No icon

বোচাগঞ্জে এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

ফরিদ আহমেদ স্টাফ রির্পোটারঃ
 দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই শুক্রবার বাদ মাগরিব বোচাগঞ্জ উপজেলার জাতীয় পার্টির আয়োজনে সওদাগর পট্টিস্থর দলীয় কার্যালয়ের সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সংক্ষিপত জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি মোঃ কাবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলিম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রৌফ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ সোহরাব হোসেন, সদস্য সচিব মোঃ হুসেন মোল্লা, ছাত্র সমাজের মোঃ মেজবাহুল করিম, মোঃ লিমন, মোঃ গোলাপ সহ ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

Comment