
গুগল প্লে-স্টোর থেকে সরে গেল টিকটক
- Byযোদ্ধা --
- 2019-04-17
ভারতের আদালতে ইন্টারনেট-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম 'টিকটক' নিষিদ্ধ ঘোষণার পর দেশটিতে নিজেদের প্লে-স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল ও গুগল।
যোদ্ধা ডেস্কঃ এখন থেকে অ্যাপল ও গুগলের প্লে-স্টোর থেকে 'টিকটক' অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না স্মার্টফোন ব্যবহারকারীরা। এর আগে, চলতি মাসে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে তরুণদের কাছে জনপ্রিয় অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেন ভারতের তামিলনাড়ুর আদালত।
রায়ের বিরুদ্ধে চীনের টিকটকের প্রতিষ্ঠাতা কোম্পানি বাইটড্যান্স আপিল আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেন উচ্চ আদলত। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশের তরুণ প্রজন্মের কাছেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই চীনা অ্যাপ।
সংশ্লিষ্ট খবর
ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন জাকারবার্গ
Thursday, 01 Jan, 1970
বাংলাদেশে প্রোফাইল ছবি চুরি বন্ধ করছে ফেসবুক
Thursday, 01 Jan, 1970
চাকরি খোঁজার সুবিধা আনল ফেসবুক
Thursday, 01 Jan, 1970
Comment