দেশ

পাঁচ সিটির মেয়র-কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

যোদ্ধা ডেস্কঃ সম্প্রতি অনুষ্ঠিত দেশের পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে দুই দফায় শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হবে। একই স্থানে দুপুর ১২টায় শপথ অনুষ্ঠিত হবে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের।
গত ২৫ মে অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এতে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
১২ জুন অনুষ্ঠিত হয় বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। খুলনায় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বিজয়ী হন।
২১ জুন অনুষ্ঠিত হয় রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। রাজশাহীতে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হন।

এমন আরো সংবাদ

Back to top button