হাই লাইটস

প্রধানমন্ত্রীকে ‘না’ বলতে পারেননি তামিম

যোদ্ধা ডেস্কঃ গত ২৪টা ঘণ্টা যেন অসহ্য গুমোট এক কালো সময় পার করেছে দেশের ক্রিকেট। বিশ^কাপের ঠিক তিন মাস আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ অবসরের ঘোষনাই মূলত এই ঘটনার জন্য দায়ী। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ, হতাশা আর আগামী জীবনের জন্য শুভকামনা জানানোর সঙ্গে ছিল অনেক অনেক প্রশ্ন। আরেকটি বিশ^কাপের আগে যে মানুষটা স্বপ্ন দেখাচ্ছিল ভালো কিছু অর্জনের, সেই তামিমই কি-না আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দু’চোখের অশ্রুতে নেয়ে! যে অশ্রু ছুঁয়েছিল হাজারো কোটি বাংলঅদেশেল ক্রিকেটপ্রাণকেও। তাদের অনেকেই প্রিয় তারকাকে ক্রিকেটে ফেরানোর আকুতি জানিয়ে স্থানে স্থানে করেছেন মানববন্ধন, সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন আগুনে বার্তা। তাদের মধ্যে একজন আবার শুধু স্ট্যাটাস দিয়েই ক্ষ্যন্ত থাকেন-নি, বারতা পৌঁছে দিয়েছিলেন সুউচ্চ দরবারে, ব্যবস্থা নিয়েছিলেন তাকে ফেরানোর। সেই মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্দেশে’ অবসরের সিদ্ধান্ত বদলে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল।

হ্যাঁ, মান ভেঙে ঘরের ছেলে ঘরে ফিরেছে। গতকাল সন্ধ্যায় গণভবনে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর দরবার থেকে বেরিয়ে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত জানান দেশসেরা অধিনায়ক। এসময় পাশে ছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আপাতত এক-দেড় মাসের বিরতি নিয়ে এশিয়া কাপ থেকে আবার মাঠে ফিরবেন তিনি।

গতকাল দুপুরে সাবেক অধিনায়ক মাশরাফির মাধ্যমে তামিমকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তামিমের স্ত্রী আয়েশা ইকবাল। পরে সেখানে ডেকে নেওয়া হয় বিসিবি সভাপতি পাপনকে। সন্ধ্যা ৬টার দিকে সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তামিম জানিয়ে দেন সিদ্ধান্ত বদলের কথা, ‘আজকে (গতকাল) দুপুর বেলায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। কারণ, আমি সবাইকে “না” বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাকে “না” বলা আমার পক্ষে অসম্ভব। তাতে পাপন ভাই, মাশরাফি ভাই ছিলেন বিগ বিগ ফ্যাক্টর। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে এক-দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো কিছু, মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি… তার পর যা করা দরকার ও তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ খেলব।’

আগের দিন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের হারের পর চট্টগ্রামের একটি হোটেলে নাটকীয়ভাবে অবসরের ঘোষণার পর তামিমের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বিসিবি কর্তারা। বিসিবি পরিচালকদের সঙ্গে সভার পর মাঝরাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানান, কোনোভাবেই তারা তামিমের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছেন না। বোর্ড প্রধানের মাধ্যমে যোগাযোগ করতে না পেরে প্রধানমন্ত্রী যোগাযোগ করেন সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির সঙ্গে। পরে মাশরাফিই তামিম ও তার স্ত্রীকে নিয়ে যান গণভবনে। দুপুর ২টা ৪০ মিনিটে তারা গণভবনে প্রবেশ করেন। কিছুক্ষণ সবার একসঙ্গে আলোচনা হয়। কিছুক্ষণ পরে ডেকে নেওয়া হয় বিসিবি সভাপতিকে। পরে তামিম ও তার স্ত্রীর সঙ্গে আলাদা করে ২ ঘন্টার বেশি সময় কথা বলেন প্রধানমন্ত্রী। তামিম যখন কথাগুলি বলছিলেন, তখন সেখানে জড়ো হওয়া সমর্থেকরা সেøাগান দিচ্ছিলেন তার নামে। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, তার বিশ্বাস ছিল আলোচনায় বসলেই সব সমাধান হয়ে যাবে, ‘আমার একটা ধারণা হয়েছিল ওর সংবাদ সম্মেলনটা দেখে… কারণ আমি ওদের এত কাছের যে… ও হয়তো ইমোশনাল একটা সিদ্ধান্ত নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল যে, ওর সঙ্গে একবার সামনাসামনি যদি বসতে পারি, তাহলে হয়তো এটার একটা সমাধান পাব। আজকে (কাল) মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, অবসরের যে চিঠিটা দিয়েছে, সেটি তুলে নিচ্ছে। সে অবসর নেয়নি। তবে যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে সে এখনও ফিট নয়, সেইজন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে রিহ্যাব করে আশা করি আমাদের ক্রিকেটে ফিরে আসবে।’

এশিয়া কাপে অধিনায়ক হিসেবে ফিরবেন নাকি খেলোয়াড় হিসেবে, সেই সিদ্ধান্ত এখনও নেননি তামিম। তিনি জানালেন, বিরতি থেকে ফেরার পর এই সিদ্ধান্ত নেবেন তিনি। তবে তামিমকে তারা অধিনায়ক হিসেবে চান, এটিও স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন বিসিবি সভাপতি, ‘এটা অবশ্যই… সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে, তাহলে খেলব কীভাবে!’ দেড় মাস পর এশিয়া কাপে তামিম অধিনায়ক হিসেবেই ফিরবেন কি না, এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘ইনশআল্লাহ।’

আগামী ৩১ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। তবে দেড় মাসের ছুটিতে থাকা মানে তামিম আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ খেলবেন না। এরই মধ্যে তামিমের জায়গায় লিটন দাসকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছে বিসিবি। তামিমের বদলে দলে ডাকা হয়েছে রনি তালুকদারকেও।

এমন আরো সংবাদ

Back to top button