দেশ

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, সউদী আরবে ঈদ বুধবার

যোদ্ধা ডেস্কঃ সউদী আরবের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে দেশটির বাসিন্দারা। সউদী আরবে পবিত্র রমজান মাস শুরু হয় গত ১১ মার্চ। সেই হিসাবে গতকাল সোমবার সউদী আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯তম রোজা পালন করা হয়। চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ৩০টি রোজা পূর্ণ হচ্ছে।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা ও মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাফতরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। গতকাল বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ‘আজ সউদী আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
ইসলাম ধর্মাবলম্বীদের দুই ঈদের মধ্যে প্রথমটির নাম ঈদুল ফিতর। আরবি চান্দ্র বর্ষপঞ্জির ৯ম মাস রমজানে ১ মাস রোজা এবং ধর্মীয় আচার পালন শেষে এ ঈদের মধ্যে দিয়ে ফের স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করেন মুসলিমরা। দশম মাস শাওয়ালের প্রথম চাঁদ উদয়ের পর থেকেই প্রকৃত অর্থে শুরু হয়ে যায় ঈদুল ফিতর উদযাপন। সউদী আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১০ এপ্রিল বুধবার ঈদ হবে। সউদী আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং অস্ট্রেলিয়ায় আগামীকাল বুধবার ঈদ পালিত হবে।

এমন আরো সংবাদ

Back to top button