আ.লীগের সঙ্গে যুক্ত ৯৮ পেজ ও ৫০ অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক
যোদ্ধা ডেস্কঃ বিরোধীদের সমালোচনাসহ ভুয়া খবর ছড়ানোর অভিযোগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে যুক্ত ৯৮টি পেজ ও ৫০ টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। গত বৃহস্পতিবার তারা জানিয়েছে চলতি বছর ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে বিরোধীদের সমালোচনা করা হয় এবং ভুয়া তথ্য ছাড়ানো হয়। মেটা’র ত্রৈমাসিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, যেসব পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোতে লাখ লাখ ফলোয়ার ছিল। এর মধ্যে কিছু পেজ বাংলাদেশের বিদ্যমান সংবাদ মাধ্যমগুলোর নামেও চালানো হচ্ছিল। যেখান থেকে সরকারবিরোধীদের ব্যাপক সমালোচনা করে পোস্ট দেয়া হচ্ছিল। তবে বিবৃতিতে আরো বলা হয়, এর মধ্যে কেউ কেউ বিরোধীদের সমর্থক হয়ে বিরোধীদের সমালোচনা করে পোস্ট করে থাকতে পারেন।
মেটা বলছে, তারা যে পেজগুলো সরিয়ে ফেলেছে এগুলো বাংলাদেশ থেকেই তৈরি করা এবং পরিচালিত হতো। যাদের টার্গেটই ছিল দেশের মধ্যকার অডিয়েন্স। এই কার্যকলাপের সাথে যারা যুক্ত, যারা এই পেজগুলোতে কনটেন্ট পোস্ট করতেন এবং পরিচালনা করতেন তারা ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করতেন। যার মধ্যে কিছু অ্যাকাউন্ট মেটার স্বয়ংক্রিয় সিস্টেম দ্বারা সনাক্ত করা হয়েছে এবং নিষ্ক্রিয় করা হয়েছে। এই পেজগুলোর মধ্যে কিছু কিছুতে কাল্পনিক সব নাম ব্যবহার করা হয়েছে, কিছু আবার বাংলাদেশের বিদ্যমান গণমাধ্যমগুলোর নাম ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কিছু পেজের নাম দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-বিএনপি) এবং সেখান থেকে বিএনপি বিরোধী কনটেন্ট পোস্ট করা হয়েছে। এই পেজগুলো শুধু ফেসবুকেই নয়, অন্যান্য নানা প্ল্যাটফর্মে তাদের কার্যক্রম ছড়িয়ে দিয়েছে। যেমন- ইউটিউব, এক্স (সাবেক টুইটার), টিকটক এবং টেলিগ্রামসহ অন্যান্য মাধ্যমে। এছাড়া তারা এসব নামে নিজস্ব ওয়েসসাইটও তৈরি করেছে।
মেটার প্রতিবেদনে জানানো হয়, মেটা যেসব পেজ ও অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সেগুলোতে সাধারণত বাংলাদেশের সংবাদ এবং চলমান ঘটনাবলী বাংলায় এবং ইংরেজিতেও পোস্ট করা হতো। এছাড়া নির্বাচন, বিএনপির সমালোচনা, বিএনপির দুর্নীতি এবং নির্বাচন পূর্ব সময়ে সহিংসতায় বিএনপির ভূমিকা, সেইসাথে বর্তমান সরকার এবং ক্ষমতাসীন দলের সমর্থনে বিভিন্ন মন্তব্য ও পোস্ট করা হয় এবং বাংলাদেশের প্রযুক্তিখাতের উন্নয়নে তাদের ভূমিকাও তুলে ধরা হয়।
এতে আরো বলা হয়, এর পেছনে যারা যুক্ত তারা যদিও তাদের পরিচয় এবং সম্পৃক্ততা গোপন রাখার চেষ্টা করেছিল কিংন্ত ফেসবুকের তদন্তে আওয়ামী লীগ এবং অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের এর সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে দেয়ার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত। আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, বাংলাদেশে শাসক দলের পক্ষে প্রচারণা চালাতে বিভিন্ন গ্রুপকে নিয়োগ দেয়া হয়। বন্ধ করে দেয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজে ওই গ্রুপের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে একটি মিডিয়া। শুধু যে বাংলাদেশেরই এমন অ্যাকাউন্ট বা পেজ বন্ধ করে দেয়া হয়েছে, বিষয়টি এমন নয়। অনলাইন কোয়ার্টজ বলছে- চীন, ইসরাইল, ইরানসহ বিভিন্ন দেশ থেকে ৬টি ছদ্মবেশী প্রভাবশালী অপারেশন শনাক্ত করেছে মেটা এবং সেসব বন্ধ করে দিয়েছে। এসব ক্ষেত্রে ভুয়া তথ্য ছড়িয়ে দেয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কন্টেন্ট ব্যবহার করা হয়েছে। মেটা বুধবার তার প্রথম নতুন ক্রস-ইন্টারনেট ক্যাম্পেইন বিষয়ক রিপোর্ট প্রকাশ করে। সাম্প্রতিক রিপোর্টে মেটা বলেছে, তারা ব্যাপকভাবে হুমকি দেখতে পাচ্ছে। এসব ক্ষেত্রে জেনারেটিভ এডভারসারিয়াল নেটওয়ার্ক বা জিএএন ব্যবহার করে সৃষ্টি করা হচ্ছে অ্যাকাউন্টের জন্য ভুয়া ছবি। চীনে মেটা দেখতে পেয়েছে শিখপন্থি আন্দোলনের পোস্টার শেয়ার করার একটি নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটা করা হতে পারে। চীন থেকে সৃষ্টি করা ফেসবুকের ৩৭টি অ্যাকাউন্ট, ১৩টি পেজ, ৫টি গ্রুপ এবং ইনস্টাগ্রামের ৯টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। রিপোর্টে বলা হয়েছে, এই নেটওয়ার্ক ব্যবহার করে অস্ট্রেলিয়া, ভারত ও বৃটেনসহ সারা বিশ্বে শিখ সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। ইসরাইল থেকে সৃষ্টি করা ফেসবুকের ৫১০টি অ্যাকাউন্ট, ১১টি পেজ, একটি গ্রুপ এবং ৩২টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেয়া হয়েছে।