দেশ

সুইজারল্যান্ডে প্রিন্স রহিম আগা খানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

যোদ্ধা ডেস্কঃ সুইজারল্যান্ড সফররত বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন প্রিন্স রহিম আগা খান। বাংলাদেশে শিক্ষা এবং জলবায়ু অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে তাদের এ সাক্ষাৎ।
সরকারের চলমান সহায়তা, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রের জন্য প্রিন্স রহিম এ সময় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মাওলানা হাজার ইমাম ও আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন)-এর অব্যাহত প্রতিশ্রুতির কথা জানান।
এ সময় প্রিন্স রহিম সামাজিক ও অর্থনৈতিক সূচকে উন্নতি, দারিদ্র্য হ্রাস এবং বাংলাদেশিদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশের ভালো অগ্রগতি স্বীকার করেছেন। এ ছাড়া আলোচনায় প্রিন্স রহিম ২০২২ সালে ঢাকায় আগা খান একাডেমির উদ্বোধনসহ বাংলাদেশে একেডিএন-এর কাজ সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন।
আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনা বহু দশক ধরে দেশে অবদানের জন্য মাওলানা হাজার ইমাম এবং একেডিএন-এর কাছে তার কৃতজ্ঞতা জানান।
জেনেভায় স্থানীয় সময় বিকেলে প্যালেইস ডি. নেশনসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলাও। সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক এ বৈঠকে শেখ হাসিনা মাল্টাকে বাংলাদেশ থেকে ওষুধ ও তৈরি পোশাক আমদানির অনুরোধ করেন।
গতকাল বুধবার আন্তর্জাতিক শ্রম সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি শেখ হাসিনার দিনের সফরের অধিকাংশ সময় কেটেছে উচ্চপর্যায়ের একগুচ্ছ সাইড লাইন বৈঠকে।

এমন আরো সংবাদ

এই সংবাদটিও পরতে পারেন
Close
Back to top button