No icon

মা হারানো ফখরুলকে ওবায়দুল কাদেরের ফোন

নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন। এ সংবাদ শোনার পর মির্জা ফখরুলকে ফোন করে সান্ত্বনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ফখরুলের মায়ের মৃত্যুর সংবাদ শোনার পরপরই তাকে ফোন করেন ওবায়দুল কাদের। এসময় ফখরুলকে সান্ত্বনা দিয়ে কাদের বলেন, কিছুদিন আগে আমিও আমার মাকে হারিয়েছে। ওবায়দুল কাদের ফখরুলের মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা ফখরুলের মা ফাতিমা আমিন মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

Comment