দিনাজপুরদেশ

বোচাগঞ্জে পিতার শাহাদত বার্ষিকীতে ১লক্ষ বৃক্ষ চারা বিতরণ

যোদ্ধা ডেস্কঃ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গ্রামীন ব্যাংক এরিয়া অফিস পীরগঞ্জ ও মুশির্দহাদ বোচাগঞ্জ শাখার উদ্যোগে তাদের প্রতিটি সদস্যে ৫ টি করে মোট ১ লক্ষ ৩ হাজার বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।
১৫ আগষ্ট মঙ্গলবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার মাদ্রাসা রোডস্থ গ্রামীন ব্যাংক কার্যালয়ে বৃক্ষ চারা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটক। আরো বক্তব্য রাখেন বোচাগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ রাসেদ মন্ডল, পীরগঞ্জ এরিয়া ম্যানেজার শাহাদাত হোসেন, অডিট ম্যানেজার আব্দুল আলীম মোল্লা, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে গ্রামীন ব্যাংক এর সদস্যদের বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। জাতীর পিতার ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গ্রামীন ব্যাংক এর এই উদ্যোগ কে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button