দেশ

প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি ১,০৭৪টি

যোদ্ধা ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দিনে ১,০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। যার মধ্যে সরাসরি ১,০৬০টি এবং অনলাইনে ১৪টি দলীয় মনোনয়ন বিক্রি করা হয়েছে। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল সকালে দলের ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ওই মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকলের জন্য মনোনয়ন ফরম কেনা উন্মুক্ত করে দেয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, মনোনয়ন বিক্রির প্রথম দিনে সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগ থেকে ২১৪ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগ থেকে ২০১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া রাজশাহী বিভাগ থেকে ১৭৬ জন, খুলনা বিভাগ থেকে ১২৫ জন, রংপুর বিভাগ থেকে ১০৯ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ১০৫ জন, বরিশাল বিভাগ থেকে ৭৫ জন এবং সিলেট বিভাগ থেকে ৫৫ জন নেতা আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেছেন। এছাড়া অনলাইনে বিভিন্ন বিভাগ থেকে ১৪টি মনোনয়ন ফরম কিনেছেন নেতারা। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

এর আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মুঠোফোন নম্বর, বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সেখানেই মোট বিভাগ হিসেবে ১০টি বুথে দলীয় মনোনয়ন বিক্রি করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২টি করে ৪টি বুথ রাখা হয়, এছাড়া বাকি ৬টি বিভাগের জন্য একটি করে মোট ৬টি বুথ রাখা হয়েছে।

এবার আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে দলের ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানেই দলীয় মনোনয়নপত্র বিক্রির উদ্বোধন করে শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে কেনা হয়। শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম।

দুপুরের দিকে অতিরিক্ত লোকসমাগম ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার নির্দেশনা দেয়া হয়েছিল। তবে দলটির মনোনয়ন প্রত্যাশীদের কেউই তা মানেননি। এতে করে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালের সামনে মনোনয়ন প্রত্যাশীদের কর্মী-সমর্থকদের প্রচণ্ড ভিড় তৈরি হয়। এ পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগের কার্যালয়ের মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কার্যালয়ের ভেতর থেকে মাইকে ঘোষণা দেয়া হয়, শৃঙ্খলা না ফিরলে মনোনয়নপত্র বিক্রি করা হবে না। কিন্তু এরপরও ওই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হতে দেখা যায় নি।

সরেজমিন দেখা যায়, শত শত নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে মিছিল করে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা। তাঁদের কারো কারো অনুসারীরা একই রঙের টি-শার্ট পরেন। অনেকে দলীয় প্রার্থীর পক্ষে প্লাকার্ড নিয়ে আসেন। অনেকে আবার বাদ্য বাজাতে বাজাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রত্যেক মনোনয়ন প্রত্যাশীকে সর্বোচ্চ দু’জনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র কিনতে আসতে বলা হয়েছিল, তবে সেই নির্দেশনা অনেকেই দিনভর মানেন নি। কার্যালয়ের ভেতরে শত শত নেতা-কর্মী অবস্থান করার কারণে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে বিঘ্ন ঘটে। এদিকে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির কারণে বঙ্গবন্ধু এ্যাভিনিউসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পল্টন মোড় হয়ে গুলিস্তানের দিকে আসা রাস্তাটি বন্ধ করে দেয়া হয়।

এমন আরো সংবাদ

Back to top button