দিনাজপুরদেশ

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

যোদ্ধা ডেস্কঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ ডিসেম্বর সকাল ১১ টায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য়ালয়ের আয়োজনে
একটি র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা হল রুমে এসে জয়িতাদের সংবর্ধনা ও এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন। আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, প্রভাষক আবিদা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে জয়িতা নারীদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

এমন আরো সংবাদ

Back to top button