দেশ

দিনভর বৃষ্টিতে ঢাকায় দুর্ভোগ

যোদ্ধা ডেস্কঃ জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় দিনব্যাপী এমন বৃষ্টি প্রত্যাশা করেনি রাজধানীবাসী। যদিও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সে অনুযায়ী ভোররাত থেকে বিরতিহীনভাবে বৃষ্টি ঝরছে রাজধানীতে। দিনভর টানা বৃষ্টিতে পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। ডুবে গেছে রাজধানীর বহু সড়ক ও অলি-গলি। সেইসঙ্গে তৈরি হয়েছে গণপরিবহন সঙ্কট। কর্মজীবী মানুষ ঘর থেকে বের হয়েই বিপর্যয়ের মুখে পড়েন। অনেক এলাকায় পানিবদ্ধতার কারণে ভ্যান দিয়ে সড়ক পারাপার হতে দেখা গেছে নগরবাসীকে। দিনভর টানা বৃষ্টি, অন্যদিকে পানিবদ্ধতা- দুইয়ের যোগফল হিসেবে রাজধানীর সব সড়কেই গণপরিবহন ছিল খুবই কম। এই সুযোগে দ্বিগুন-তিনগুন বেশি ভাড়া আদায় করছেন ঢাকার রিকশা ও সিএনজিচালকরা।

মূলত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি শুরু হয় ভোররাত থেকে। বিরতিহীনভাবে বৃষ্টি ঝরছে রাজধানীতে। টানা বৃষ্টিতে পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। ডুবে গেছে বহু সড়ক ও অলি-গলি। সেইসঙ্গে তৈরি হয়েছে গণপরিবহন সঙ্কট। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ঢাকার কিছু কিছু স্কুল বৃষ্টির কারণে বন্ধ থাকলেও বেশিরভাগই ছিল খোলা। ফলে অভিভাবকরাও পড়েন ভোগান্তিতে। একদিকে পানিবদ্ধতা, অন্যদিকে যানবাহন সঙ্কটে প্রকট হয়ে ওঠে এই ভোগান্তি। কর্মদিবসে এমন বৃষ্টি আর পানিবদ্ধ পরিস্থিতির কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। বিশেষ করে অফিসগামী মানুষদের সীমাহীন কষ্ট পোহাতে হয়। তারপরেও মানুষ বৃষ্টি বিড়ম্বনার মধ্যেই ভিজে অফিসে যান।

টানা বৃষ্টির ফলে রাজধানীতে গরম কমলেও ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভোর থেকে বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন অনেকে। বেলা গড়িও বিকেল এলেও বৃষ্টি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিন রাজধানীর রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে। গণপরিবহনে যাত্রীও কম দেখা গেছে। অস্বস্তিতে রয়েছেন রিকশাচালকরা। দিনভর বৃষ্টির কারণে ভাড়া পাচ্ছেন না তারা। অফিসফেরত ব্যক্তিরাও পড়ছেন ভোগান্তিতে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরে বের হয়েছেন। রাস্তাঘাটে পানি জমায় সকাল থেকে বিকেল পর্যন্ত নানা বিড়ম্বনায় পড়েছেন কাজে বের হওয়া সাধারণ মানুষ। অনেক এলাকায় পানিবদ্ধতার কারণে ভ্যান দিয়ে সড়ক পারাপার হতে দেখা গেছে নগরবাসীকে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে পানিবদ্ধতা-দুইয়ের যোগফল হিসেবে রাজধানীর সব সড়কেই কমে গেছে গণপরিবহন। এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছেন ঢাকার রিকশা ও সিএনজিচালকরা।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এরমধ্যে ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রাজধানীর রাজারবাগ, আরামবাগ, টিকাটুলি, বাড্ডা, গ্রিনরোড, নিউমার্কেট, ধানমন্ডি ২৭, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০, ১৩ ও ১৪ নম্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, মোহাম্মদপুর, ইসিবি, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়ক এবং এসব সড়কের আশপাশের অলি-গলিতে পানি জমে পানিবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন প্রয়োজনে কাজে বের হওয়া এমন বহু মানুষ। মূল সড়ক ছাড়া অলিগলিতেও পানিবদ্ধতা সৃষ্টি হওয়ায় চলাফেরা করা কষ্টকর হয়ে পড়েছে। গণপরিবহনে উঠতে পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে ঢাকার নিউমার্কেট এলাকায় পানিবদ্ধতা তৈরি হয়েছে। মূল সড়কেই জমে গেছে হাঁটু সমান পানি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
রাজধানীর নিউমার্কেট এলাকায় সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে অনেক দোকানপাট বন্ধ। মার্কেটের যেসব দোকান খোলা সেগুলোতেও ক্রেতা নেই। অলস সময় পার করছেন বিক্রেতারা। রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নূরজাহান মার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে পানি জমে আছে। এছাড়া চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়ক, নিউমার্কেট কাঁচাবাজার সড়কে পানি জমে আছে। এতে নিত্য প্রয়োজনীয় বাজার করতে আসা সাধারণ মানুষের ভোগান্তি আরও চরমে।

এমন আরো সংবাদ

Back to top button