দেশ
দিনাজপুরের কৃতি সন্তান আবিদা ইসলাম যুক্তরাজ্যের নতুন রাষ্ট্রদূত হলেন
দিনাজপুরের কৃতি সন্তান আবিদা ইসলাম যুক্তরাজ্যের নতুন রাষ্ট্রদূত হলেন
যোদ্ধা ডেস্কঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার গোপালপুর গ্রামের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব প্রয়াত মোহাম্মদ নজরুল ইসলামের কন্যা ও সেতাবগঞ্জ সরণি ডিজিটাল ও কার্নিভাল ইন্টারনেট এর স্বত্বাধিকারী মোঃ রিজুওয়ান চৌধুরীর চাচাতো বোন আবিদা ইসলামকে যুক্তরাজ্যের বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত ৬ অক্টোবর রোববার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবিদা ইসলাম বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুটনীতিক হিসেবে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আবিদা ইসলামের। তিনি তার নতুন দায়িত্বে বাংলাদেশ -যুক্তরাজ্যের সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন বলে আশা করছে প্রশাসন। আবিদা ইসলাম ১৫তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। পেশাদার কূটনীতিক হিসেবে ২০ বছর ধরে তিনি বিভিন্ন সময়ে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিবিদ্যালয় থেকে সমাজ-বিজ্ঞান বিষয়ে স্নাতোকোত্তর ও অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।