লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে উপস্থিত সাবেক মন্ত্রী, এমপি ও মন্ত্রিপরিষদ সচিব
যোদ্ধা ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক আওয়ামী লীগ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং এক সাবেক মন্ত্রিপরিষদ সচিবকে উপস্থিত থাকতে দেখা গেছে। রবিবার ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবারের মতো এই ব্যক্তিদের প্রকাশ্যে দেখা গেল।
আব্দুর রহমান ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য, শফিকুর রহমান চৌধুরী সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। কবির বিন আনোয়ার গত ৫ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
এদিকে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য আত্মগোপনে চলে যান বা দেশ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
এই ব্যক্তিদের বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর কবির বিন আনোয়ার ও তাঁর স্ত্রী তৌফিকা আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।