দেশ

বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় জরুরি: প্রধান বিচারপতি

যোদ্ধা ডেস্কঃ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সুপ্রিম কোর্টের অধীনে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ আইন সমিতির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, “একটি স্বাধীন বিচার বিভাগ তখনই কার্যকর যখন স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিত হয়।”

অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম টেকসই ও অর্থবহ করে তুলতে কার্যকর স্বাধীন বিচার বিভাগ প্রয়োজন বলে তিনি মতামত দেন।

আইন সমিতির সদস্যদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “জাতি পুনর্গঠনের এই ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে বাংলাদেশ আইন সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

“আশা করছি আইন সমিতি বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।”

বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান অংশ নেন।

বাংলাদেশ আইন সমিতির সদস্য সচিব মো. কামাল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক শাহজাহান সাজু অনুষ্ঠানে বক্তব্য দেন।

এমন আরো সংবাদ

Back to top button