ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ, নানা কর্মসূচি
যোদ্ধা ডেস্কঃ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বার্ষিকী ও গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করবে।
গতকাল বিকালে প্রধান উপদেষ্টার ভ্যারিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলা হয়, আগামীকাল (আজ) ৫ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। স্ট্যাটাসে আরও বলা হয়, বিকাল পাঁচটায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
পাশাপাশি, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক এই দিবস উদ্যাপনে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ সকলকে যোগ দেয়ার আমন্ত্রণ। ওদিকে দিবসটি উপলক্ষে আজ সারা দেশের ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে বলে জানিয়েছে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়। এক তথ্য বিবরণীতে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় জানায়, ৫ই আগস্ট ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। এদিনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সব সার্কেল অফিস স্ব-স্ব অধিক্ষেত্রে রাস্তার পাশে বা নিজস্ব জায়গায়, ট্রাফিক ইন্টারসেকশনে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করবে।