ফেসবুক থেকেহাই লাইটস

ঢাকা দুবাই রুটে বাড়ছে এমিরেটসের ফ্লাইট

আকাশে এখন কয়টা প্লেন উড়ছে? জানুন এক ক্লিকে

kbইন্টারনেটে আপনি কীভাবে বেশি সময় কাটান? ফেসবুকিং না কি ইউটিউবে ভিডিও দেখে? উত্তর যা-ই হোক, আপনার জেনে রাখা ভালো সামাজিক যোগাযোগমাধ্যম আর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাইরেও ইন্টারনেটে আছে একটি মজার দুনিয়া, যা জানলে আপনি অবাক হতে বাধ্য। এই যেমন, আপনি এখন যেখানে অবস্থান করছেন, সেখানে কয়টি প্লেন উড়ছে আপনার মাথার ওপর; সেটা যদি এক ক্লিক করেই জানতে পারেন, তাহলে কেমন হবে? সেই প্লেন কতটা ওপর দিয়ে উড়ে যাচ্ছে বা দূরত্ব কত, কোথায় যাচ্ছে, তাও যদি জানা যায় সেই ক্লিকে? শুধু আপনি যেখানে আছেন সেখানকার কেন, সারা দুনিয়ায় এখন কোথায় কোন প্লেন উঠছে না নামছে, তাও যদি জানতে পারেন এক ক্লিকে, তাহলে কেমন হবে?

এর বাইরে, আপনি আগামীকাল যে প্লেনে উঠবেন, সেটা এখন কোথায় আর কী অবস্থানে আছে, সেটার বিস্তারিত তথ্যও যদি মোবাইল ফোনে ক্লিক করে জানা যায়, তাহলে কি ব্যাপারটা আরও ভালো হবে না? হ্যাঁ, এসব প্লেন-সংক্রান্ত সব তথ্য জানার জন্য আছে জনপ্রিয় একটি ওয়েবসাইট। সাইটটির নাম ফ্লাইটট্রাডার২৪.কম। চাইলে আপনিও ক্লিক করে ঘুরে আসুন বিশ্বের সব প্লেনের দুনিয়ায়।

অন্যদিকে, করোনা পরিস্তিতি এখন স্বাভাবিকের দিকে চলে আসায়  ঢাকা-দুবাই রুটে এমিরেটসের ফ্লাইট বাড়ছে। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর। ইকে ৫৮৩ ফ্লাইটটি সকাল ১০টায় ঢাকা ছেড়ে দুপুর ১টায় দুবাই পৌঁছায়। emirates.com ওয়েবসাইট কিংবা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করা যাবে। এমিরেটস জানায়, গ্রাহক ও স্টাফদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বাধিক প্রাধান্য দিয়ে এমিরেটস ক্রমান্বয়ে তার বৈশ্বিক নেটওয়ার্ক বিস্তার করে চলেছে।  যাত্রী ও কর্মীদের নিরাপত্তার জন্য এমিরেটস যাত্রীদের সৌজন্যমূলকভাবে হাইজিন কিট দিচ্ছে। এর মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও এন্টিব্যাক্টেরিয়াল ওয়াইপস।  করোনা মহামারির মাঝেও আন্তর্জাতিক ব্যবসা এবং ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দুবাই।

গতকাল, বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ঢাকা টু দুবাই রুটের বিজনেস ক্লাসের এক যাত্রী  সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব তার ফেসবুক স্ট্যাটাসে  লিখেছেন এক বছর পর আকাশে। প্রিয় এমিরেটস এয়ারলাইনে। নানা সতর্কতায় এ যাত্রা ভিন্ন অনুভুতির।

বদলে যাচ্ছে দুবাই। স্বাভাবিক হচ্ছে উড়োজাহাজ গুলোর ফ্লাইট।  বাংলাদেশের অভিবাসন বিষয়ক সাংবাদিকতায় অগ্রজ এই সাংবাদিকের ফেসবুকে পোস্ট করা ছবি গুলো আসুন দেখে নেই।

সংবাদ উৎস
এমিরেটস

এমন আরো সংবাদ

Back to top button