এম আর জান্নাত স্বপন

তাঁর পুরো নাম, এম আর জান্নাত স্বপন। তবে তিনি, অনলাইন জগতের মানুষের মধ্যে, মেষ তাড়ুয়া নামে পরিচিত। নিতান্ত শখের বসে, ওয়েবসাইট বানানো শুরু করলেও, এখন তিনি প্রতিষ্ঠিত, ওয়েবসাইট ডেভেলপার। দেশি-বিদেশি অনেক সাইটই বানিয়েছেন তিনি। এমনকি বেশ কিছু নিউজ পেপরেরও ডিজাইনার। যেসব তরুণ আইটি খাতে ক্যারিয়ার তৈরী করতে চান, তাদের জন্য তিনি উজ্জ্বল নক্ষত্র।
Back to top button