মতামত

‘ঝড় উঠেছে বাউল বাতাস’

মানুষ সবচেয়ে বেশি মেধা ও জ্ঞানসম্পন্ন প্রাণী হলেও অস্থিরতা তাদের জন্যই প্রযোজ্য। ক্ষমতা-প্রভাব-প্রতিপত্তিই এই অস্থিরতার নেপথ্য মহিমা। ক্ষমতার লোভে, প্রভাব-প্রতিপত্তির মোহে বিশ্বজুড়ে মানুষ আজ উন্মত্ত। দিকবিদিক, দিশাহারা, শক্তিশালী মানুষগুলো অপর মানুষের অধিকার, স্বাধীনতাকে খর্ব করতে অধিক পরিমাণে ঔদ্ধত্য। তাদের প্রতাপে সাধারণ মানুষগুলো আজ শুধু অধিকার বঞ্চিতই নয়, প্রাণ সংহারের ভয়ে ভীত-সন্ত্রস্ত। এমন জরিপই উঠে এসেছে ওয়াশিংটনভিত্তিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান ‘ফ্রিডম হাউসের’ প্রতিবেদনে।

ফ্রিডম হাউস বলছে, ‘বিশ্বজুড়ে কমে আসছে মানুষের স্বাধীনতা।’ ১৫ বছর ধরে গণতান্ত্রিক ব্যবস্থার এই অবনতি ঘটছে। সারা বিশ্বেই গণতান্ত্রিক পরিবেশ দিন দিন সংকুচিত হচ্ছে। এই প্রতিবেদনের ভিত্তিতে বিবিসি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর, ২০১৪ সাল থেকে দেশটিতে নাগরিক স্বাধীনতা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। বিবিসি বলেছে, কর্তৃত্ববাদী পরিবেশের দিকে বিশ্বের এই যাত্রা ভীষণ ভয়ঙ্কর। ‘রাজনৈতিক অধিকার’ ও ‘নাগরিক স্বাধীনতা’ বিবেচনায় বিশ্বের দেশে দেশে সাধারণ মানুষ আজ ভীষণভাবে অসহায়, কোণঠাসা। এটা গণতন্ত্রকামীদের বড় পরাজয়ের স্বাক্ষ্য। ক্ষমতাসীনদের দ্বারা বিরোধীদের দমনের জ্বলন্ত দৃষ্টান্ত। এরই জেরে উইঘুর অঞ্চলের জনঘনত্ব বদলে দিতে চায় চীন। মুসলিম নিধনের নির্মম ও ভয়ঙ্কর দৃশ্য দেখছে গোটা বিশ্ব। সারা বিশ্বের অভিন্ন এক পরিস্থিতি।

পুনশ্চ : বিশ্বের বিপদসঙ্কুল এই পরিস্থিতিতে ফ্রিডম হাউসের প্রতিবেদনটি হতে পারে_ বাউল বাতাস। তার প্রচ- ঝড়ো হাওয়ায় উড়ে যেতে পারে সমস্ত অন্যায়-অবিচার। ক্ষুব্ধ জনজীবন মেতে উঠতে পারে ন্যায়ের মশাল হাতে।

মাধ্যম
ছৈয়দ আন্ওয়ার
Back to top button