আদমদীঘি (বগুড়া): বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনে নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাংচুরের মামলায় বিএনপির ৪৬ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের ২৮ ফেব্ররুয়ারি পর্যন্ত জামিন দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আসাদুজ্জামান খান ও আজমল হোসেন খোকন। আইনজীবীরা জানান, ওই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের সান্তাহার পৌরসভা নির্বাচনে ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু। ওই নির্বাচনে প্রচারণা চালাকালে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টুর ৯ জানুয়ারী ৪টি নির্বাচনি ক্যাম্প ভাংচুর, পোষ্টার ছিঁড়ে ফেলা, প্রার্থীসহ নেতা-কর্মিদের হুমকি প্রদান সংক্রান্ত অভিযোগে মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু নিজেই বাদি হয়ে আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। অপরদিকে ১০ জানুয়ারী রাতে বিএনপির ধানের শীষ সমর্থিত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টুর পক্ষের নেতা-কর্মি নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পে অর্তকিত হামলা চালিয়ে নৌকা প্রতিকের পোষ্টার ছিঁড়ে ফেলা ও অগ্নিসংযোগে ঘটনার অভিযোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু বাদী হয়ে বিএনপির ৪৭ জন নেতা-কর্মীর নামে আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। আওয়ামী লীগ প্রার্থীর করা মামলায় বিএনপির ৪৭জন নেতা-কর্মীর মধ্যে ৪৬ জন নেতা-কর্মীকে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। বুধবার হাইকোর্ট তাদের আগাম জামিন দেন।