দেশ

দুয়েকটা দেশ নির্বাচনের আগে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলতে চায়

যোদ্ধা ডেস্কঃ জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ নিয়ে কয়েকটি দেশ ও কূটনৈতিকদের তৎপরতা এবং বিভিন্ন মন্তব্য-বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবাধিকার ইস্যুতে একটি গোষ্ঠি বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করছে। দুয়েকটা দেশ প্রত্যেক নির্বাচনের আগে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলতে চায়। গতকাল মঙ্গলবার ইতালিতে ইইউভুক্ত দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে তিন দিনব্যাপী ইউএন ফুড সিস্টেম সামিট বা খাদ্য ব্যবস্থাপনা শীর্ষ সম্মেলন উপলক্ষে গত রোববার বিকালে ইতালি পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি এফএও সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এমন আরো সংবাদ

Back to top button