দেশ
কাল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এলাকা পরিদর্শন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
যোদ্ধা ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আগামীকাল ৯ নভেম্বর কক্সবাজার জেলার মাতারবাড়িতে ‘মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর’ এলাকা পরিদর্শন করবেন। তিনি কাল বৃহস্পতিবার সকাল ১১.৩০ মাতারবাড়ি, কক্সবাজার পৌছবেন বলে ইনকিলাবকে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১১ নভেম্বর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।এ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।