যোদ্ধা ডেস্কঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠিত করা হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে অনলাইন নিউজ পোর্টাল যোদ্ধা ডটকমের সম্পাদক আব্দুস সাত্তার সভাপতি ও সেতাবগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ রমজান আলীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুসারে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষে সম্প্রতি উপজেলা পুনর্গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটি বোচাগঞ্জ কে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি যথাক্রমে হলিলাইট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল আহসান ও এ্যাডভোকেট মোঃ মনসুর রহমান।
অন্যান্য সদস্যরা হলেন হাটরামপুর কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন চৌধুরী, মুন্সিপাড়া ডিজিটাল স্কুলের শিক্ষক আসমা আক্তার, হলিলাইট স্কুলের শিক্ষক রীতারাণী সাহা, ডাঃ সাবিনা ইয়াসমিন ও সাংস্কৃতিক কর্মী সরল কুমার রায়।