বোচাগঞ্জে চাঁদাবাজি অভিযোগে এনসিপি নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
যোদ্ধা ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রশাসনের লোক পরিচয়ে রাতে একটি বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা এম এ তাফসীর হাসানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় রোববার সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজীর এজাহার দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) ও ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। গ্রেফতারকৃত এম এ তাফসীর হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর ও জেলার যুগ্ম সদস্য সচিব দায়িত্ব পালন করছেন।
এম এ তাফসীর হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তিনি তা দাখিল করেননি।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মিজানুর রহমান জানান,চাঁদাবাজির সময় স্থানীয় লোকজন এজাহার ভূক্ত বিবাদীদের আটক করে। পরে এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়। মামলাটি নম্বর–২, তারিখ ০৪-০১-২৬। বিষয়টি তদন্তাধীন রয়েছে।তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, বাদীসহ তার পরিবারের সদস্যরা শনিবার রাত ৮টায় খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরে রাত সাড়ে ৯টায় আসামীরা হাতে লোহার পাইপ, ষ্টিলের তৈরি লাঠিসহ বাড়ীর সামনে এসে ডাকাডাকি করে। পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেয়। এসময় বাড়ীর গেট খুলে দিলে তারা বাড়ী প্রবেশ করে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোজা শুরু করে ও আসবাবপত্র উল্টাপাল্টা করতে থাকে। এক পর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে হুমকি প্রদান করে বলে “তোর স্বামীকে বের করে দে। না দিলে তোর ট্রাংকের চাবি দে। নচেৎ তোমাদের সবাইকে মারিয়া ফেলিবো।” এসময় পরিবারের লোকজনদের বিবাদীগণ বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। পরে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে তাদেরকে আটক করে। এসময় তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটক ২জনকে বোচাগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে।
এ বিষয়ে দিনাজপুর জেলা এনসিপি আহ্বায়ক মুক্তাদির হোসেন বলেন,এম এ তাফসীর হাসান বর্তমানে জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব। তাকে গ্রেপ্তার করা হয়েছে—এটি আমি শুনেছি। যদি তাকে রাজনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়, তাহলে দল তার পাশে থাকবে। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, মামলার জি আর নম্বর–২ অভিযোগ দণ্ডবিধি ১৮৬০ এর১৪৩/৪৪৮/১৭০/১৭১/৩২৩/৩০৭/৩৮৪/৩৮৫/৩৮৭/১১৪/১০৯/৩৪ ধারায় দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
অপর দিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দিনাজপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ও বোচাগঞ্জ উপজেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা মোঃ তাফসীর হাসান কে দলের সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে যা জাতীয় নাগরিক পার্টির দিনাজপুর জেলা শাখার আহবায়ক মোঃ শামসুল মুক্তাদির স্বাক্ষরিত এক অব্যাহতি পত্র মাওলানা তাফসির বরাবরে ইস্যু করা হয়েছে।




