দেশ

সরকারি টাকায় দীপু মনির বাবার নামে সেতু

যোদ্ধা ডেস্কঃ জনগণের করের টাকায় সেতু নির্মাণ করা হলেও ক্ষমতা আর প্রভাব প্রতিপত্তির জোরে সাবেক মন্ত্রী দীপু মনি সেতুর নাম দিয়েছেন তার বাবার নামে ‘ভাষাবিদ এম এ ওয়াদুদ সেতু’। সেতু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কাগজপত্রে এ নামের অস্তিত্ব না থাকলেও দীপু মনি ভিত্তিফলকে তার বাবার নাম জুড়ে দেন। এ ঘটনায় ডাকাতিয়া নদীর দুপাড়ের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও কেউ প্রতিবাদ করার সুযোগ পায়নি।

চাঁদপুর সদর উপজেলার ছোটসুন্দর ও পাশের ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায় ডাকাতিয়া নদীর ওপর ২৫৮ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়। সরকারের নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণে সবমিলিয়ে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। আর এটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

নির্মাণ কাজ শেষ হওয়ায় দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের জুন মাসে সেতুটি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। যদিও অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন না হওয়ায় ভারী যানবাহন চলাচল শুরু হয়নি।

এমন আরো সংবাদ

Back to top button