সীমান্ত পেরিয়েও প্রতিধ্বনিত কেরামত উল্লাহ বিপ্লবের কণ্ঠ, অভিবাসন সাংবাদিকতায় পেলেন সম্মাননা
জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক ফেলোশিপের আওতায় বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে জলবায়ু উদ্বাস্তু ও অভিবাসী মানুষের জীবন সংগ্রাম নিয়ে কাজ করছেন। এর আগে, এই কাজের জন্য তিনি নিউইয়র্ক এবং বাফেলোতে মার্কিন সরকারের সম্মাননা লাভ করেছেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জীবন সংগ্রামের গল্প বিশ্বব্যাপী তুলে ধরায় নিউ জার্সির প্যাটারসন সিটি কেরামত উল্লাহ বিপ্লবকে ’অভিবাসীবান্ধব’ সাংবাদিক হিসেবে বিশেষ সম্বর্ধনা দিয়েছে। স্থানীয় সময় বুধবার ঐতিহ্যবাহী সিটি হলের দপ্তরে প্যাটারসন শহরের মেয়র আন্দ্রে সায়েঘ এই সম্মাননা তুলে দেন।
প্যাটারসন সিটিতে প্রায় ৩০ হাজার বাংলাদেশীর বসবাস। মেয়র আন্দ্রে সায়েঘ এই শহরের উন্নয়নে বাংলাদেশীদের অবদান, আইনের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সৌহার্দের প্রশংসা করেন। এছাড়াও, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী অভিবাসী ও উদ্বাস্তু মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
কেরামত উল্লাহ বিপ্লব সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের মহাসচিব এবং বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক। জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক ফেলোশিপের আওতায় বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে জলবায়ু উদ্বাস্তু ও অভিবাসী মানুষের জীবন সংগ্রাম নিয়ে কাজ করছেন। এর আগে, এই কাজের জন্য তিনি নিউইয়র্ক এবং বাফেলোতে মার্কিন সরকারের সম্মাননা লাভ করেছেন।
এই সম্মাননা পাওয়ার পর কেরামত উল্লাহ বিপ্লব অত্যন্ত আনন্দিত বোধ করেন এবং ভবিষ্যতে তার কাজ চালিয়ে যেতে আরও অনুপ্রাণিত হবেন বলে জানান। তিনি বলেন, এই সম্মাননা শুধু তার নয়, বরং সকল অভিবাসী সাংবাদিক এবং তাদের জন্য যারা কাজ করছেন তাদের সকলের জন্য।