দেশ

জামায়াত নিয়ে নাহিদের বিস্ফোরক পোস্টে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জামায়াতে ইসলামীকে নিয়ে করা বিস্ফোরক ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

এনসিপি প্রধান তার পোস্টে জামায়াতে ইসলামীর তথাকথিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’-কে “সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা” বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, জামায়াত এই ইস্যুকে “দরকষাকষির হাতিয়ার” হিসেবে ব্যবহার করেছে এবং তাদের উদ্দেশ্য কখনও সংস্কার ছিল না, বরং ছিল “কৌশলগতভাবে প্রভাব বিস্তার করা”। তিনি আরও বলেন, জামায়াত সংস্কার আলোচনায় অংশ নেয়নি এবং এখন বাংলাদেশের জনগণ এই প্রতারণা বুঝতে পেরেছে।

 

নাহিদ ইসলামের এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। কেউ কেউ নাহিদের বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ তার এই পদক্ষেপকে দেরিতে নেওয়া অবস্থান বা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন।

 

অনেকে বলছেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে নাহিদ ইসলাম এনসিপির পাতাটন আরও শক্তিশালী করেছেন।

 

নাহিদের পোস্টের নিচে সাইফুল ইসলাম নামে একজন মন্তব্য করেছেন, ‘‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সঠিকভাবে চিহ্নিত করার জন্য আপনাকে ধন্যবাদ। জামায়াতের পিআর আন্দোলনে এনসিপির যোগ না দেওয়ার সিদ্ধান্তটি সত্যিই বুদ্ধিমানের কাজ হয়েছে। নিশ্চিন্ত থাকুন, নাহিদ ভাই, আপনার সাথে অনেকের সমর্থন রয়েছে। জনগণের মঙ্গলের জন্য রাজনীতিতে যুক্ত থাকুন, এবং ভবিষ্যতেও তারা আপনাকে এর উপযুক্ত প্রতিদান দেবে। এই দীর্ঘ পথচলায় এনসিপির জন্য এখন স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার পথ স্পষ্ট। বিপ্লব দীর্ঘজীবী হোক।”

 

তার পোস্টের নিচে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুতফা। তিনি লিখেছেন, ‘আপনারা সবকিছুতেই বড় দেরি করছেন। এটা আবার আপনারা পরিকল্পিত কৌশল হিসেবে করছেন না; এটুকু আশা করি।

 

নাহিদের পোস্ট নিয়ে জ্যৈষ্ঠ সাংবাদিক রাজিব আহমদ লিখেছেন, গতকাল বিএনপি এবং সালাহউদ্দিন আহমদকে ব্যাশিং করে এনসিপি। জামায়াতের লোকজন খুব আমুদের সঙ্গে এটাতে যোগ দেয়। পরিস্থিতি এমন জায়গায় যায়, গতকাল দুই দফা কথা বলার আজ সংবাদ সম্মেলন করেছেন সালাহউদ্দিন আহমদ। এর পরপরই আজ জামায়াতকে ব্যাপক ব্যাশিং করেছে এনসিপি। বিএনপির লোকজন খুব আমুদের সঙ্গে এটাতে যোগ দিয়েছে। কাল হয়ত জামায়াতকে সংবাদ সম্মেলন করতে হবে। এনসিপি দুই পক্ষকে ব্যস্ত রাখার কাজটা ভালোই করছে।

 

এনসিপির আহ্বায়কের পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় দাওয়া ও প্রকাশনা সম্পাদক ফজলুল করীম মারুফ জানান, দলটি উচ্চকক্ষে পিআর পদ্ধতি চেয়ে আন্দোলন করছে। নিজের আইডিতে তিনি লিখেছেন, বিশৃঙ্খলা এড়ানোর চিন্তা থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমরা ২০০৮ সাল থেকে পিআর নিয়ে আন্দোলন করছি। বিগত ফ্যাসিস্ট আমলেও আমাদের বড় কর্মসূচিতে পিআর দাবি ছিল।

 

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো কূটকৌশল করে না। যা করে, তা ঘোষণা দিয়ে প্রকাশ্যে করে। কোনো প্রচ্ছন্ন রাজনীতি করে না।

 

এদিকে, নাহিদের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

 

রোববার (১৯ অক্টোবর) একটি গণমাধ্যমকে তিনি জানান, দায়িত্বশীল জায়গা থেকে নাহিদ ইসলামের পিআর নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলন ইস্যুতে এ ধরনের বক্তব্য অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। যা কোনোভাবে সমর্থন করে না জামায়াতে ইসলামী।

এমন আরো সংবাদ

Back to top button