যোদ্ধা ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সংঘটিত সন্ত্রাসী ঘটনার এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার ও থানা ওসি হাসান জাহিদ সরকারের অপসারণের দাবীতে বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এর ব্যানারে স্থানীয় চৌ-রাস্তায় মানববন্ধন ও ঝাড়ু– মিছিল শেষে উপজেলা নির্বাহী নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জুন বিকালে সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা চলাকালে স্থানীয় বিএনপি নেতা ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সভাপতি আসাদুজ্জামানের ছেলে শাহরিয়ার শিশিরের (২৪) ওপর একদল যুবক দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় শিশিরকে হাসপাতালে নেয়ার পর জানা যায়, তার মাথার ডান পাশে রক্ত জমাট বেঁধে গেছে। পরে তাকে আইসিইউতে ভর্তি করে অস্ত্রোপচারের মাধ্যমে সেই জমাট রক্ত অপসারণ করা হয়। এখনও সে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
১৬ জুন সোমবার সকাল ১১টায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সন্ত্রাসী ঘটনায় গুরতর আহত শাহরিয়ার শিশির এর পিতা সাবেক কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ মোজাহারুল ইসরাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেদওয়ানুল কারীম রাবিদ, পৌর বিএনপির উপদেষ্টা এমওয়ালী ফ্লাড, উপজেলা ছাত্রদলের আহবয়াক রিয়াদ হাসান চৌধুরী, এমরুল রেজা, মাসুদ খাঁন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রিতী আক্তার নিশি, সাবেক কাউন্সিলর মোঃ মামুন প্রমুখ। বক্তারা বলেন, বোচাগঞ্জের মাটিতে একের পর এক সন্ত্রসী ঘটনা ঘটছে কি বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদ সরকার সেই সন্ত্রসীদের বিরুদ্ধে মামলা গ্রহন করছেন না। কারন ঐ সন্ত্রাসীরা হলেন তথাকথিত সমন্বয়ক ফয়সাল মোস্তাকের ক্যাডার বাহিনী। তিনি মামলার বাদীকে চিহ্নিত সন্ত্রাসীর নাম বাদ দিয়ে মামলা করতে বাধ্য করেন। তার পরও এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার করছে না। বক্তারা আরো বলেন, বোচাগঞ্জের মাটিতে আর কোন সন্ত্রাসী বা ঘুষ খোর ওসিকে জায়গা দেওয়া হবে না। তারা অবিলম্বে ঘুষখোর ওসি হাসান জাহিদের অপসারন ও কিশোর গ্যাংয়ের সকল সদস্যদের গ্রেফতার আইনের আওতায় আনার জোর দাবী জানিয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসানের নিকট স্মারক লিপি পেশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার স্থানীয় সাংবাদিকদের জানান, আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।