প্রবাস

বাইডেন প্রশাসনে বাংলাদেশীদের অন্তর্ভূক্তিতে অভিনন্দন

আতিকুর রহমান সালুর বিবৃতি

bibritiনিউইয়র্ক: ‘বাংলাদেশীস ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল’ নিউজার্সী ষ্টেট কমিটির ডেপুটি ডাইরেক্টর আতিকুর রহমান সালু এক বিবৃতিতে বলেছেন- ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে বাংলাদেশী-আমেরিকান জাইন সিদ্দিকী, ফারাহ আহমেদ, রুমানা আহমেদ ও কাজী সাবিল রহমানের অন্তর্ভূক্তিতে বাংলাদেশী, বিশেষ কনে যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাংলাদেশী-আমেরিকান সকলেই যারপর নেই আনন্দিত ও গর্বিত।’
বিবৃতিতে তিনি বলেন, আমি ‘বাংলাদেশীস ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল’ নিউজার্সী ষ্টেট কমিটির পক্ষ থেকে তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি আশা করি যে, অদূর ভবিষ্যতে আরও বাংলাদেশী-আমেরিকান বাইডেন প্রশাসনে অন্তর্ভূক্ত হবে। একই সাথে আমি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী সকল বাংলাদেশীকে আরো বেশী করে আমেরিকার মূলধারার রাজনীতিতে অংশ নেয়ার জন্য উদাত্ত আহবান জানাই।

এমন আরো সংবাদ

Back to top button