জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার ৪র্থ ধাপের নির্বাচনে ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেজবাউল সরদার গবু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে আক্কেলপুর উপজেলা নির্বাচন অফিসার ও সরকারী রিটার্নিং কর্মকর্তা সুদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্কেলপুর উপজেলা নির্বাচন অফিসার ও সরকারী রিটার্নিং কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, মঙ্গলবার (২৬ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মবিন সরদার ভোনা রিটার্নিং অফিসারের নিকট আবেদন করে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দিতায় একমাত্র প্রার্থী হিসেবে মেজবাউল সরদার গবুকে বুধবার নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারী আক্কেলপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।