দেশ

বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

যোদ্ধা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ মে) বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

জাতির পিতার দেওয়া পররাষ্ট্রনীতি অনুযায়ী দেশ চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়, জাতির পিতার এই নীতিতে আমরা এখনো চলি।

সরকারপ্রধান বলেন, ২০০৮ সালের পর দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকায় দেশের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। উন্নয়ন অগ্রগতির এই অভিযাত্রা অব্যাহত থাকবে।

এমন আরো সংবাদ

Back to top button