দিনাজপুর

বোচাগঞ্জে প্রধানমন্ত্রী দেয়া ৭৫টি পরিবার পেল জমি ও গৃহ

যোদ্ধা ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রায়ন প্রকল্প-২ এর জমি ও গৃহ পেয়ে ৭৫ টি পরিবারের মাঝে বিরাজ করছে আনন্দের আলোকধারা।
৯ আগষ্ঠ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কলের মাধ্যমে সারা দেশে ২২ হাজার ১ শত ১ টি পরিবারের মাঝে জমি ও গৃহ বিতরণ করেন। তারই অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলায় ৭৫টি পরিবারের মাঝে জমি ও গৃহের দলীল বিতরণ উপলক্ষে উপজেলার হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ সাইফুল হুদা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক(ডিসি) শাকিল আহমেদ। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করীম, পৌর মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, মুক্তিযোদ্ধা মোঃ জাফুরুল্লাহ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, রনগাঁও ইউপি চেয়ারম্যান নিমাই দেব সর্ম্মা প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতাবগঞ্জ ডিবেডিং ক্লাবের সভাপতি মোঃ মাহবুব আলম।

এমন আরো সংবাদ

Back to top button