দিনাজপুর

বোচাগঞ্জে সন্ত্রাসী ঘটনায় যৌথ বাহিনীর অভিযান- দেশীয় অস্ত্র উদ্ধার হলেও আসামীরা ধরা- ছোঁয়ার বাইরে

যোদ্ধা ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট ম্যাচ চলাকালে শাহরিয়ার শিশির (২৪) নামে এক যুবকের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত শিশির স্থানীয় বিএনপি নেতা ও প্রাক্তন কাউন্সিলর আসাদুজ্জামানের পুত্র। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের চতুর্থ দিন, মাঠে বসে খেলা দেখছিলেন শিশির। এ সময় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করেন শিশিরের বাবা আসাদুজ্জামান। উক্ত মামলায় মোঃ সারভেজ (২৫)পিতা মোঃ নওসাদ আলী সাং রেল কলোনীপাড়া কে প্রধান আসামী করে মোট ৮ জনের নামে মামলা করা হয়।

মামলার ভিত্তিতে ১১ জুন বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর সেনা ক্যাম্প ২৮ বীর এর ক্যাপ্টেন তানজিদ আহমেদ এর নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা আসামিদের বাড়িতে অভিযান চালেও আসমীদের ধরা সম্ভব হয়নি। আসামীরা এখনোও ধরা-ছোঁয়ার বাইরে। এ অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র, চাপাতি ও লোহার পাইপ উদ্ধার করা হয়। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ বলেন, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে। পাশাপাশি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button