আসছে নতুন ডিজাইন : টাকায় থাকছে না মুজিবের ছবি
আসছে নতুন ডিজাইন : টাকায় থাকছে না মুজিবের ছবি
বর্তমানে বাংলাদেশের ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার ১০টি কাগুজে নোট প্রচলন আছে। এর মধ্যে ২ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। কোনো কোনো নোটের দুপাশে শেখ মুজিবের ছবি রয়েছে। এ ছাড়া ধাতব মুদ্রাগুলোয়ও তার ছবি আছে।
নতুন করে নোটের নকশার যে প্রস্তাব চাওয়া হয়েছে, সেখানে শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন হবে এবং শেখ মুজিবের ছবি থাকবে না বলে জানান সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ছেঁড়া-ফাটা নোটের বিপরীতে প্রতি বছরই বাংলাদেশ ব্যাংক নতুন নোট ইস্যু করে থাকে। এবারও সেটা হওয়ার কথা রয়েছে। তবে কবে নাগাদ হবে, সেটা এখনো নিশ্চিত করে না বললেও তিনি বলেন, এটা সময়সাপেক্ষ ব্যাপার।
নকশা পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো বিষয়টি সম্পর্কে নিশ্চিত না, তবে নতুন নোট ইস্যু হলে নকশা পরিবর্তন হতে পারে। আবার বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরও যুক্ত হতে পারে। এটা নিয়মিত কাজেরই অংশ। তিনি আরও বলেন, নতুন নোট ইস্যু হলেও বর্তমানে প্রচলিত নোটগুলোও বাজারে সচল থাকবে। ফলে গ্রাহকের এ বিষয়ে কোনো সমস্যা হবে না।
শেখ মুজিবের ছবি সংবলিত নোট পরিবর্তন করা হবে কি না, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে এমন প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখন গভর্নর বলেন, এটা নিয়মিত কাজের অংশ। প্রতি বছরই ছেঁড়া-ফাটা টাকার বিপরীতে নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক।