দেশ

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্বক চেষ্টা করবো- চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্বক চেষ্টা করবো- চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র
May be an image of 6 people and text that says "NEWS24 গতকাল সেতা সেতাবগঞ্জ বগঞ্জ চিনিকল পরিদর্শনে এসে মিলর্টি পুনরায় চালুর বিষয়ে সর্বাত্থক সহযোগিতা করবেন বলে সাংবাদিকদের জানান বাংলাদেশ চিনি 3 খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র ছবি-প্রতিনিধি।"
যোদ্ধা ডেস্কঃ দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনে আসেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। ৬ অক্টোবর রবিবার সকাল ১১টায় চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষী ও সর্বস্তরের ছাত্রজনতার সাথে মতবিনিময় করেন। এসময় এলাকাবাসীর তাদের প্রাণের দাবী সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু সহ চলমান আন্দোলন এবং চিনিকলের বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। সকলের বক্তব্য শুনে মিলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করার বিষয়ে আশস্ত করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।
মত বিনিময় শেষে তিনি বন্ধ সেতাবগঞ্জ চিনিকলের কারখানা পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালাক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাবেক শ্রমিক নেতা হাবিবুর রহমান দুলাল, আখতার হোসেন, আখচাষী আব্দুল্লাহ আল মামুন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ^বিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল মোস্তাক, সেতাবগঞ্জ চিনিকল পুর্নচালনা আন্দোলন পরিষদের আহবায়ক বদরুদ্দোজা বাপান, সদস্য সচিব ইসমাইল হোসেন সহ এলাকার সুধিজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button