দিনাজপুর

র্দীঘ বছর অপেক্ষার পর রামদাসপাড়া-বেহাগাঁও সড়ক নির্মানের উদ্বোধন

যোদ্ধা ডেস্কঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের রামদাসপাড়া-বেহাগাঁও পর্যন্ত এলাকার মানুষের র্দীঘ বছর অপেক্ষার পর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে উক্ত সড়কটি নির্মানের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ অক্টোবর বুধবার সকাল ১০টায় রামদাসপাড়া-বেহাগাঁও এলাকার শত মানুয়ের উপস্থিতে সড়ক নির্মানের কাজ উদ্বোধন করেন, মুর্শিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াক্কাস কাঞ্চন। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ন কবীর, সহকারী প্রকৌশলী মোঃ মামুন, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালামসহ ইউপি সদস্য ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। ১ কোটি ২২ লক্ষ ৬হাজার ১ শত ১৭ টাকা ব্যয়ে ১হাজার ১ শত ৬০ মিটার সড়ক নির্মানের কাজটি সম্পাদন করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এম আই গ্রæপ। অত্র এলাকার মানুষের প্রাণের দাবী পুরণ হওয়ায় সড়ক উদ্বোধন শেষে ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
ক্যাপশনঃ মুর্শিদহাট ইউনিয়নের রামদাসপাড়া-বেহাগাঁও পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মান কাজের শুভ উদ্বোধন করছেন ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন।

এমন আরো সংবাদ

Back to top button