দেশ

আচরণবিধি ও আসনসীমা নিয়ে নির্বাচন কমিশনের সভা আজ

যোদ্ধা  ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ ও রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি নিয়ে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বেলা ১১টায় এ সভা শুরু হবে।

নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম গণমাধ্যমকে জানান, এটি কমিশনের সপ্তম সভা। এতে ২০২৫ সালের জাতীয় নির্বাচনের আচরণবিধি এবং সংসদীয় আসন পুনর্র্নিধারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

এর আগে, গত ৬ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদের আসনসীমা পুনর্র্নিধারণ সংক্রান্ত আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, ফ্যাসিস্ট শাসনামলে আসনের সীমানা ইচ্ছামতো নির্ধারণ করা হতো—এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তি ছিল।

তিনি আরও বলেন, ‘সীমানা নির্ধারণ আইনে ব্যাখ্যাগত একটি ত্রুটির কারণে নির্বাচন কমিশন এ বিষয়ে কার্যক্রম চালাতে পারছিল না। এখন সেই আইনি সংশোধনী পাস হয়েছে। গেজেট প্রকাশ হলেই নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে উদ্যোগ নিতে পারবে।’

নতুন আইন কার্যকর হলে নির্বাচন কমিশন খুব শিগগিরই সীমানা পুনর্র্নিধারণের কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এসব পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

এমন আরো সংবাদ

Back to top button