হাই লাইটস

পি ও মুক্তাদির হোসেনের মাতা মনোয়ারা খাতুনের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

যোদ্ধা ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির ব্যক্তিগত কর্মকর্তা (পি ও) মো. মুক্তাদির হোসেনের মাতা মোছা: মনোয়ারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, মোছা: মনোয়ারা খাতুন আজ সকালে বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামে নিজ বাড়িতে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি চার মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন। তাঁর স্বামীর নাম মরহুম আকবর আলী। আজ নিজ গ্রামে আসর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এমন আরো সংবাদ

এই সংবাদটিও পরতে পারেন
Close
Back to top button