হাজারো প্রতিভায় অদম্য শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায়ের সুরে মলিন সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়
যোদ্ধা ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় এর বর্ণাঢ্য শিক্ষকতার চাকুরী জীবন থেকে অবসরে যাওয়ার ঘন্টা বেজে উঠতেই মলিন হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীদের হাস্যজ্জল মুখ।
হাজারো প্রতিভায় উজ্জল অদম্য ইংরেজি শিক্ষক ও পরে প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, পিতা কালারাম রায় ও মা কাদু রানী রায়ের ঘড় উজ্জল করে ১৯৬৪ সালের ৫ আগষ্ঠ জন্ম গ্রহন করেন বোচাগঞ্জ উপজেলা অজপাড়া বাড়েয়া গ্রামে। অনেক চড়াই উৎরাই পার করে ৬ আগষ্ঠ ১৯৮৯ সালে শিক্ষকতা পেশা শুরু করেন সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তিনি সাংস্কৃতিক জগতের প্রান পুরুষ, তবলা, হারমোনিয়ম সহ অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী। তার গাওয়া গান কে হৃদয় নাড়িয়ে দেয়। ২০১৫ সালে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন। দীর্ঘ ৯ বছর সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে অত্র বিদ্যালয়ের ছাত্র বর্তমান সরকারের নৌ পরিবহন মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সার্বিক সহযোগীতায় বিদ্যালয়টি সরকারীকরণ, একাডেমিক ভবন, উন্নত ডিজিটাল ল্যাব, লাইবেরী, বিজ্ঞানাগার, মুজিব কর্ণার, ক্লাসে স্মার্ট বোর্ড স্থাপনসহ শিক্ষারমান উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন তিনি। তার চাকুরী জীবন শেষ করে অবসরে যাচ্ছেন আপনার অনুভুতি কি? এমন প্রশ্ন করতেই ভারী কন্ঠে উত্তর দেন, যে কোন বিদায়ই বেদনার, এই স্কুলে দীর্ঘদিন চাকুরী করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে। তাই সকলের কাছে দোয়া চাই। আমি চেষ্টা করেছি ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সুনামটি ধরে রাখতে।