দিনাজপুর

সেতাবগঞ্জ ক্যাফে শুভ উদ্বোধন

যোদ্ধা ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে স্কুল রোড়স্থ আব্দুর রশিদ গণগ্রন্থাগারের নীচতলায়”সেতাবগঞ্জ ক্যাফে” নামে একটি আধুনিক ক্যাফেটেরিয়ার শুভ উদ্বোধন করা হয়েছে। বোচাগঞ্জবাসীর দীর্ঘদিনের ইচ্ছে পুরণ করেন সেতাবগঞ্জ ইভেন্টের স্বত্তাধীকারী মোঃ সাকিউজ্জামান বাপ্পি। স্বচ্ছ ও আধুনিকতার খোজে পথচলা এই যুবক সেতাবগঞ্জ ইভেন্টের মতই নতুনত্ব দিয়ে প্রতিষ্ঠা করলেন সেতাবগঞ্জ ক্যাফে।
৩০ জুলাই সন্ধ্যায় উক্ত ক্যাফে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, মুক্তিযুদ্ধা মোঃ জাফরুল্লাহ, মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন নাবু, সেতাবগঞ্জ চিনিকলের আখচাষী কল্যান সমিতির সভাপতি মোঃ ফয়জুল আলম বাবলু চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আকতারুজ্জামান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন। সেতাবগঞ্জ ক্যাফে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মনোরম পরিবেশে সুন্দর ও স্বচ্ছ ক্যাফে প্রতিষ্ঠা করায় স্বত্তাধীকারী মোঃ সাকিউজ্জামান বাপ্পি কে সাধুবাদ জানান।

এমন আরো সংবাদ

Back to top button