ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটসাইকেল চালক সাবেক পুলিশ সদস্য সোহেল রানার (২৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে লেবু (২৬) নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
দুর্ঘটনাটি আজ বুধবার (২৭ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে ঘটেছে।
নিহত সোহেল রানা পৌরএলাকার পূর্ব গৌরীপাড়াস্থ স্টেশন এলাকার মিজানুর রহমানের ছেলে এবং সাবেক পুলিশ সদস্য ও আহত লেবু একই গ্রামের আক্তারুজ্জামান বাচ্চুর ছেলে।
জানা যায়, সোহেল রানা ও লেবু মোটরসাইকেল নিয়ে বিরামপুর থেকে আসার পথে লক্ষ্মীপুর বাজারের দক্ষিণে অপর দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাবেক পুলিশ সদস্য সোহেল রানার মর্মান্তিক মৃত্যু হয়। গুরুত্বর আহত লেবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।